দেশের বিভিন্ন জেলায় আজ বৃহস্পতিবার ( ১০ ডিসেম্বর ) জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মতো প্রায় ১০০ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন বা উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির যুগ্ম সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান বুধবার জানিয়েছেন, ভোটগ্রহণ আয়োজনে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে।
নির্বাচনগুলো হবে- চার জেলা পরিষদ, সাত পৌরসভা, ১০ উপজেলা পরিষদ ও ৭১ ইউনিয়ন পরিষদে। এগুলোর মধ্যে পাঁচ পৌরসভা ও তিন ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং বাকিগুলোতে উপনির্বাচন হবে।
সাধারণ নির্বাচন হতে যাওয়া পাঁচ পৌরসভা হলো ফরিদপুর জেলার ফরিদপুর ও মধুখালী, মাদারীপুরের রাজৈর, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও গাইবান্ধার পলাশবাড়ী।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সাধারণ নির্বাচন হতে যাওয়া তিন ইউনিয়ন পরিষদ হলো দাঁতভাঙ্গা, বন্দবেড়ে ও চরশৌলমারী। বাকি ৬৮ ইউনিয়ন পরিষদের সাতটিতে চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে।